প্রকাশিত: Wed, Apr 26, 2023 4:17 AM
আপডেট: Tue, Jul 1, 2025 2:49 PM

ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে আরো ২ জনের সাক্ষ্যগ্রহণ


মোশতাক আহমেদ শাওন: মঙ্গলবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল নবম দফায় তাদের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য প্রদানকারীরা হলেন-পুলিশের এসআই এজাজুল হক ও মামলার বাদী জান্নাত আরা ঝর্ণার বাড়িওয়ালা মোশারফ হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটির  রকিব উদ্দিন জানান, এই মামলায় এখন পর্যন্ত ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত আগামী ৬ জুন মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য্য করেছেন। 

তিনি বলেন, প্রত্যেক সাক্ষী আদালতে বলেছেন, মামুনুল হক বাদী জান্নাত আরা ঝর্ণাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন। বাদি নিজেই তা স্বীকার করে অভিযোগ দিয়েছেন।  

আসামি মামুনুল হকের আইনজীবী এ্যাডভোকেট নয়ন বলেন, যে দুজন সাক্ষী দিয়েছে তাদের জবানবন্দিতে কারো কথার  সঙ্গে ঘটনার মিল নেই। ন্যায়বিচার পেলে মামুনুল হক খালাস পাবে বলে তিনি দাবি করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এরপর পৃষ্ঠা ৭, সারি 

(শেষ পৃষ্ঠার পর) পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সকাল ৯টার দিকে মামুনুল হককে কঠোর নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সেই সাথে আদালতপাড়া জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। এসময় আদালত প্রাঙ্গণে হেফাজতের নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকেন। পরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে পুনরায় মামুনুল হককে কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়। সম্পাদনা : মুরাদ হাসান